শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ পৌর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’মহল্লাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে ২ নারীসহ কমপক্ষে ৪৫ জন আহত হয়েছে। আবারো সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানায়, উক্ত পৌর এলাকার একডালা পূর্ণবাসন (গাজাঁ মোড়) ও বয়ড়াপাড়া মহল্লাবাসীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলে আসছিল দীর্ঘদিন ধরে। এরই জের ধরে ওই দুই মহল্লাবাসীর মধ্যে সোমবার রাতে ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা হামলা সংঘর্ষ বাড়িঘর ভাংচুর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সংঘর্ষ চলাকালে উভয় মহল্লায় লুটপাতের ঘটনাও ঘটে। এতে আহত হয়েছে উভয় গ্রুপের নারীসহ কমপক্ষে ৪৫ জন। আহতদের মধ্যে ১৭জনকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। এ সংঘর্ষ একই এলাকার একডালা বড়বাড়িসহ অনান্য মহল্লায় ছড়িয়ে পড়ে। তবে গাঁজা মোড় ও একডালা বড়বাড়ি মহল্লার প্রায় ২০টি ঘরবাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ রাতে ও দিনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং আবারো সংঘর্ষের আশংকায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।