বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন
মুহাম্মাদ আবু মুসা: বগুড়া গাবতলীর সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুিষ্ঠত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রি শেখর সিংহ বিটু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য এআই ফয়সাল খান জনি। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী লীগ মনোনীত স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ শফিকুল ইসলাম নাফরু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ধন্য গোপাল সিংহ, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল। সুখানপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রানা’র পরিচালনায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, সাখাওয়াত হোসেন শিমু, আব্দুল মতিন, অশোক কুমার, আবুল কালাম আজাদ বাদল, উপজেলা কৃষকলীগের সভাপতি হজরত আলী, সাধারণ সম্পাদক শাহানুর আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি পলাশ রায় পলান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, বিজেন্দ্র নাথ, বিধান ঠাকুর, দুলাল হোসেন, লিটন মন্ডল, রাঙ্গা মিয়া, পতিত পবন, মানিক, কৃষকলীগ নেতা তারেক হোসেন, ছাত্রলীগ নেতা আজিজুল হাকিম প্রমূখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নব-গঠিত সুখানপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনকে নৌকা মার্কায় বিজয়ী করতে সকল নেতা-কর্মীকে কোমর বেঁধে মাঠে নেমে কাজ করার জন্য আহবান জানানো হয়।