শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ অপরাহ্ন
এ ঘটনায় ভুক্তভোগীর পিতা চিত্ত রঞ্জন মহন্ত পাঁচবিবি থানায় অভিযোগ দায়ের করলে বৃহস্পতিবার (২রা জুন) ভোরবেলা বগুড়া জেলার সোনারা ইউনিয়নের হাড়িভিটা থেকে পাঁচবিবি থানার
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, গত (২৮ মে) চিত্ত রঞ্জন মহন্তের মেয়ে তাপসী রাণী (১৫) শ্রীমন্তপুর উচ্চ মাধামিক বিদ্যালয়ে যাওয়ার পর বিদ্যালয় বিকাল ৪.০০ ঘটিকায় ছুটি হলেও মেয়ে বাড়িতে না ফিরলে বিদ্যালয়ে ও বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুজি করে তাকে কোথাও সন্ধান মেলেনি। পরে ওইদিন সন্ধা অনুমানিক ৬ টার দিকে পাঁচবিবি উপজেলার উচনা এলাকার আব্দুস সালামের মেয়ে মোছাঃ সুমি (১৮), তাপসী রাণীর বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞাসা করে তাপসী বাড়িতে ফিরেছে কি না ? তার কথায় সন্ধেহ হলে বিয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইফুল ইসলামকে অবগত করলে প্রধান শিক্ষক সুমিকে বিদ্যালয়ে ডেকে জিজ্ঞাসা করলে সে স্বীকার করে যে তার ভাই জসিম (৪০) ও একই এলাকার তয়েজ উদ্দিনের মেয়ে দিলজন (৪০) এর সহযোগীতায় বগুড়া জেলার গাবতলী উপজেলার সোনারা ইউনিয়নের হাড়িভিটা গ্রামের মজনু রহমানের ছেলে রবিউল ইসলাম (২০), শিবগঞ্জ থানার মহান্থানগড় এলাকার মোঃ ছাইফুলের ছেলে শাকিল (২০) ও হাড়িভিটা এলাকার মোঃ জিহাদ (১৯) তাপসীকে অপহরণ করে নিয়ে গেছে। অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নাম্বার থেকে তাপসীকে ফিরিয়ে দেওয়া কথা তার বাবাকে জানানোর পর বিভিন্নভাবে তাকে হয়রানি করতে থাকে। এমতাবস্থায় নিরুপায় হয়ে তাপসীর বাবা মেয়েকে ফিরে পেতে এ বিষয়ে থানায় অভিযোগ একটি অভিযোগ দায়ের করেন।