শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
নিহত মোহসীন আলী হলেন, ঐ উপজেলার জিন্দারপুর ইউনিয়নে বাঁকড়া বেলগাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও নিজ গ্রামের জামে মসজিদের ইমাম। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রাইভেট শিক্ষক হিসাবে আরবি পড়াতেন বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, মঙ্গলবার বিকালে প্রাইভেট পড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যাননি মোহসীন আলী। বুধবার সকালে কৃষকরা ওই মাঠে কৃষি কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ওই ইমামের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ।
তবে পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাস্থলে ডেকে এনে তাকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে বলে জানান তিনি।
ইন্দোবাংলা/আর. কে