শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:০৪ পূর্বাহ্ন
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে আক্কেলপুর উপজেলায় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ইউপি সদস্য মুক্তার হোসেনকে (৩৬) দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান।
সাজাপ্রাপ্ত মুক্তার হলো, উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামের মৃত হাফেজ উদ্দীনের ছেলে ও রায়কালী ইউনিয়ের চার নম্বর ওর্য়াডের ইউপি সদস্য (মেম্বার) বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবারে ইউএনও এস এম হাবিবুল হাসান রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন। বিকেল তিনটার দিকে ইউপি সদস্য মুক্তার তাতে বাধা দেন। তিনি সেখানের ইউএনওর সঙ্গে অসৌজন্যমুলক আচরণও করেন। ফলে ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। পরে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এরপর কারাগারে পাঠানো হয়।
অন্যদিকে স্থানীয়রা জানান, মুক্তার অনেক আগে থেকে উচ্ছৃঙ্খল প্রকৃতির ছিলেন। ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে উচ্ছৃঙ্খলার মাত্রা আরও বেড়ে যায়। মেম্বার মুক্তার বিবাহিত। সম্প্রতি তিনি রায়কালী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। ওই ছাত্রীর বাবা মুক্তারের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করেন। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার ও মুক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছিল। পরে আদালত থেকে জামিনও পেয়ে যায়।
উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান বলেন, বৃহস্পতিবার রায়কালী ইউনিয়নের রায়কালী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলাম। এসময় ইউপি সদস্য মুক্তার এসে সেই কাজে বাধা দেন এবং আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তাই ভ্রাম্যমাণ আদালতে তাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত ইউপি সদস্য মুক্তারকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন। তাকে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মেম্বার মুক্তারের বিরুদ্ধে স্কুল ছাত্রী অপহরণের মামলা হয়েছিল।
ইন্দোবাংলা/এম. আর