বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
মেহেদী হাসান রাজু, বিশেষ প্রতিনিধি: জয়পুরহাটে বিপুলসংখক ট্যাপেন্টাডল নিয়ে ইসরাফিল হোসেন আপেল (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ভোর রাতে জেলার আক্কেলপুর উপজেলার পুর্ন গুপিনাথপুর তেলকুকি ব্রিজের উপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ইসরাফিল হোসেন (আপেল) পাশ্ববর্তী নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের চকচৈতন্য গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।
জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল ইসরাফিল হোসেন (আপেল)। আক্কেলপুর উপজেলার পুর্ন গুপিনাথপুর এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে- এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে ৫০০পিস ট্যাপেন্টাডল ও ১১০ সিসির মেট্রোপ্লাস মটরসাইকেল সহ তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, ট্যাপেন্টাডল অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন জেলার মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিল সে। পরে উপ-পরিদর্শক দুলাল চন্দ্র প্রামানিক বাদী হয়ে গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আক্কেলপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ইন্দোবাংলা/আর. কে