বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১১:৩৪ পূর্বাহ্ন
জয়পুরহাটে মাসব্যাপী গরিব, অসহায়, হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান মিঠু।
প্রতিদিনই ইফতার সামগ্রী শহরের থানা রোড়ে তাঁর প্রতিষ্ঠান ফাহিম মটরস্ এসব ইফতার সামগ্রী তৈরী করে নিজ হাতে বিতরণ করেন তিনি। সেই সাথে স্বেচ্ছাসেবক টিম অটোরিক্সা ভ্যানে করে নিয়ে জেলার বিভিন্ন এলাকার আনাচে-কানাচেতে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।
এ ব্যাপারে জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাসানুজ্জামান মিঠু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টির আয়োজন না করে গরিব, অসহায়, হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি।
তিনি আরো বলেন, অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষের খাবারের কষ্ট থাকবে না।
ইফতার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে অনেকেই বলেন, ‘চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু একজন জনবান্ধব ব্যক্তি এবং সমাজ সেবক। তিনি সব সময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তাঁর ইফতার সামগ্রী পেয়ে আমরা অনেক আনন্দিত।’
ইন্দোবাংলা/এম. আর