বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
ময়না টিভি সংবাদাতাঃ গতকাল ০২ জুন ২০২০ইং সকাল ১১:৩০ টায় বাসের ভাড়া বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বগুড়ার উদ্যোগে কেন্দীয় কর্মসূচীর অংশ হিসেবে শারীরিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক, সিপিবি জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না।। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ বগুড়া জেলা আহ্বায়ক অ্যাড সাইফুল ইসলাম পল্টু, সিপিবি’র জেলা সাঃ আমিনুল ফরিদ, বাসদ জেলা সদস্য সচিব সাইফুজ্জামান টুটুল, সিপিবি জেলা নেতা সন্তোষ পাল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা নেতা শাহাদত হোসেন শান্ত প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, করোনা ভাইরাস এ আক্রান্তের সংখ্যা ও মৃত্যু যখন উর্ধ্বমুখী, তখন প্রয়োজন ছিল আরো কঠোর লকডাউন করা।
খবর বিজ্ঞপ্তির