তবে সেই গানের উৎসস্থলে পৌঁছলে বোঝা যায়, এত ক্ষণ যেটা একটা জনপ্রিয় হিন্দি গান মনে হচ্ছিল, আসলে সেটা একটা প্যারোডি। জনপ্রিয় গানের সুরের সঙ্গে বসেছে নতুন কথা। আর ছোট একটা অ্যাম্পলিফায়ার সামনে রেখে নীল টি-শার্ট আর ধূসর বারমুডা পরে গান গাইছেন লম্বা দোহারা চেহারার এক মানুষ।
গত কয়েক দিনে এটা রোজকার দৃশ্য জলপাইগুড়ির নাগরাকাটার হোপ টি এস্টেটে। গায়ক বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক অশোক ঝা। তিনি বাগানের বিভিন্ন ডিভিশনে এ ভাবেই গানের সুরে করোনা নিয়ে সচেতন করছেন শ্রমিকদের। সঙ্গে চলছে মনোরঞ্জনও। জনপ্রিয় হিন্দি গানের সুরের সঙ্গে বসিয়ে দিয়েছেন করোনা নিয়ে সচেতনতার তথ্য, সামাজিক দূরত্বের কথা। বেশ কয়েক বছর ধরেই এই বাগানে রয়েছেন অশোকবাবু।
তাঁর কথায়, ‘‘এঁদের পড়ার সময় কোথায়। অনেকেই পড়তে পারেন না।” তাই আইডিয়াটা তার মাথায় খেলে যায়। তিনি বলেন, ‘‘ছোটবেলায় নিজের অভিজ্ঞতা থেকে জানি, অনেক কিছু পড়লেও মনে থাকে না। কিন্তু বার বার শুনতে শুনতে মনে থাকে।” তাই তিনি গানের সুরে শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করছেন। এক দিকে, সচেতনতার কাজও হচ্ছে। অন্য দিকে, গানের সুরে বেশ ফুর্তিতে কাজের গতিও বাড়ছে শ্রমিকদের।
এপার বাংলা ওপার বাংলা। নামেই দুই ভাগ। এ এক এমন সমস্যা যা সর্বত্র বর্তমান। আসলে স্বজন পোষণের আবার এপার ওপার হয় না কী? সেই নেপটিজমের সমস্যা সবাইকেই সামলাতে হয়। কীভাবে তা সামলেছেন বাংলাদেশের অভিনেত্রী বন্যা মির্জা? উত্তরে জানালেন প্রশ্ন অনেকের মঞ্চে।
মরশুমের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সর্দি-কাশি লেগেই থাকে। তবে করোনা-আতঙ্কের মধ্যেই অন্য মাত্রা নিয়েছে এই পরিস্থিতি। মারণ-ভাইরাসে আক্রান্ত কিনা বুঝতে না পেরে সাধারণ জ্বর বা ফ্লুয়ের (Flu) ক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ‘খবরের পঞ্চনামায়’ (Khabron ka Panchnama) করোনাভাইরাস (Coronavirus) নিয়ে সঠিক তথ্য এবং সাধারণ জ্বরের সঙ্গে এর পার্থক্য বোঝাচ্ছেন সঞ্চালক অনুরাগ ভার্মা (Anurag Varma)।
তবে সেই গানের উৎসস্থলে পৌঁছলে বোঝা যায়, এত ক্ষণ যেটা একটা জনপ্রিয় হিন্দি গান মনে হচ্ছিল, আসলে সেটা একটা প্যারোডি। জনপ্রিয় গানের সুরের সঙ্গে বসেছে নতুন কথা। আর ছোট একটা অ্যাম্পলিফায়ার সামনে রেখে নীল টি-শার্ট আর ধূসর বারমুডা পরে গান গাইছেন লম্বা দোহারা চেহারার এক মানুষ।
গত কয়েক দিনে এটা রোজকার দৃশ্য জলপাইগুড়ির নাগরাকাটার হোপ টি এস্টেটে। গায়ক বাগানের শ্রমিক কল্যাণ আধিকারিক অশোক ঝা। তিনি বাগানের বিভিন্ন ডিভিশনে এ ভাবেই গানের সুরে করোনা নিয়ে সচেতন করছেন শ্রমিকদের। সঙ্গে চলছে মনোরঞ্জনও। জনপ্রিয় হিন্দি গানের সুরের সঙ্গে বসিয়ে দিয়েছেন করোনা নিয়ে সচেতনতার তথ্য, সামাজিক দূরত্বের কথা। বেশ কয়েক বছর ধরেই এই বাগানে রয়েছেন অশোকবাবু।
তাঁর কথায়, ‘‘এঁদের পড়ার সময় কোথায়। অনেকেই পড়তে পারেন না।” তাই আইডিয়াটা তার মাথায় খেলে যায়। তিনি বলেন, ‘‘ছোটবেলায় নিজের অভিজ্ঞতা থেকে জানি, অনেক কিছু পড়লেও মনে থাকে না। কিন্তু বার বার শুনতে শুনতে মনে থাকে।” তাই তিনি গানের সুরে শ্রমিকদের করোনা নিয়ে সচেতন করছেন। এক দিকে, সচেতনতার কাজও হচ্ছে। অন্য দিকে, গানের সুরে বেশ ফুর্তিতে কাজের গতিও বাড়ছে শ্রমিকদের।
এপার বাংলা ওপার বাংলা। নামেই দুই ভাগ। এ এক এমন সমস্যা যা সর্বত্র বর্তমান। আসলে স্বজন পোষণের আবার এপার ওপার হয় না কী? সেই নেপটিজমের সমস্যা সবাইকেই সামলাতে হয়। কীভাবে তা সামলেছেন বাংলাদেশের অভিনেত্রী বন্যা মির্জা? উত্তরে জানালেন প্রশ্ন অনেকের মঞ্চে।
মরশুমের পরিবর্তনের সঙ্গে সঙ্গেই সর্দি-কাশি লেগেই থাকে। তবে করোনা-আতঙ্কের মধ্যেই অন্য মাত্রা নিয়েছে এই পরিস্থিতি। মারণ-ভাইরাসে আক্রান্ত কিনা বুঝতে না পেরে সাধারণ জ্বর বা ফ্লুয়ের (Flu) ক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। ‘খবরের পঞ্চনামায়’ (Khabron ka Panchnama) করোনাভাইরাস (Coronavirus) নিয়ে সঠিক তথ্য এবং সাধারণ জ্বরের সঙ্গে এর পার্থক্য বোঝাচ্ছেন সঞ্চালক অনুরাগ ভার্মা (Anurag Varma)।
সম্পাদকঃ মাহফুজ রহমান | প্রকাশকঃ রেজাউল করিম রেজা | বার্তা সম্পাদকঃ চম্পক কুমার
সম্পাদকীয় কার্যালয়: পল্লী বিদ্যুৎ, জাতীয় স্মৃতিসৌধের সন্নিকটে, সাভার, ঢাকা।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বাংলা টেক মিডিয়া (২য় তলা), সদর রোড় (পৃথিবী কমপ্লেক্স এর বিপরীত সামনে), জয়পুরহাট - ৫৯০০ ।
যোগাযোগঃ
নিউজরুম : ০১৭১৬৫৭৪০৪০, ০১৭৭৪৮৯৯৭৫৭
হেল্প ডেস্ক : +৮৮০৯৬৩৮৭১৬২৮০, ০১৭১৫৬১৬২৮০
ইমেইল : inbox.indobangla@gmail.com
বি : দ্র - গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়ম মেনে তথ্য মন্ত্রণালয়ের নিবন্ধনের জন্য আবেদন সম্পন্ন ।
কপিরাইট © ২০২০; সকল স্বত্ব সংরক্ষিত | কারিগরি সহযোগিতায়ঃ অল আইটি বিডি ।